আজ থেকে ১৭ বছর আগে Computer যখন আমার বাসায় ছিল না ঠিক সেই সময়ে Class টেনের ফাইনাল পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছিলাম তৎকালীন ঢাকার শ্রেষ্ঠ কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটিতে। ৩ মাসের বেসিক কম্পিউটার Training কোর্সে সেই ১৬ বছর বয়সেই আমি শিখেছিলাম কম্পিউটার কিভাবে কাজ করে, মাইক্রোসফট word, excel এবং power পয়েন্টের বেসিক operation কিভাবে করতে হয়। দেখানো হয়েছিল বেসিক ইন্টারনেট manual এন্ড protocol কন্ট্রোলিং... কাগজের উপর কিবোর্ডের ছবি এঁকে আমি typing practice করতাম। এবং শনিবার সকালবেলা গিয়ে যখন কেউ থাকতো না তখন ফাঁকা কম্পিউটারে একা একা বসে practice করতাম। ফলশ্রুতিতে Final evaluation পরীক্ষার প্রথম হয়েছিলাম যার সনদ আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন।
তখনকার ডিজুস জেনারেশনের সাথে তাল মিলাতে, নিজের জ্ঞানের ধারাবাহিকতা রক্ষা করতে এবং কম্পিউটারের প্রতি প্রচন্ড আগ্রহের কারণে মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকেও যুদ্ধ করে এই কোর্সের টাকা সংগ্রহ করেছিলাম।
কম্পিউটারের সাথে আমার যাত্রা অনেক এরকমঃ
- ৩৮ হাজার টাকায় এসেছিল আমাদের পরিবারের প্রথম Pentium 4 Dextop কম্পিউটার।
- বিশ্ববিদ্যালয়ে ওঠার পর টিউশনির টাকা জমিয়ে এবং বাবা-মা হতে অর্ধেক নিয়ে ৪৯ হাজারে কিনেছিলাম Asus Core i5 (2nd gen) ২০১১ সালে।
- চীনে যাবার পরও 2017 সালে স্কলারশিপের টাকা দিয়ে ৫৪ হাজারে কিনি HP Core i5 (7 gen)
- আর এখন ২০২৩ সালে অফিস থেকে দিয়েছে ৭৬ হাজার টাকায় কেনা HP Core i5 (11 gen)
কথা হল, চারিদিকে এত এত ডিজিটাল উন্নয়ন হবার পরও ১৭ বছর পর আমি এখনো দেখতে পাই মানুষের ভেতর কম্পিউটার সংক্রান্ত ধারণার বেশ বড় একটা অভাব যা আমাদেরকেঃ
- বিভিন্ন ধরনের ঝামেলায় ফেলে এবং
- আমাদের কম্পিউটারটি দ্রুত নষ্ট হয়ে যায়
- আমাদের বাহ্যিক জীবনে আমরা কম্পিউটারকে তেমনভাবে ব্যবহার করতে পারি না
- এমনকি গবেষণা ও চাকরি জীবনেও আমরা পিছিয়ে থাকি।
- ১০ মিনিটের কাজ ৪ ঘন্টা লাগিয়ে করি।
উপরের এই সকল বিষয়গুলি যেন আমরা দূর করতে পারি কম্পিউটার সম্পর্কে আমাদের মাথার ভেতর ধারণা গুলিকে ধারাবাহিকভাবে সাজিয়ে তারই একটা প্রচেষ্টা করব এখানেঃ
Course fee: ১০০/= টাকা
সিলেবাসঃ ২ ঘন্টায় শেখানো ও দেখানো হবেঃ
- কম্পিউটারের বেসিক যন্ত্রাংশের নাম
- উইন্ডোজ install এবং ড্রাইভার Setup
- Boot menu পরিচিতি
- Folder management & Synchronization
- সাধারণ সফটওয়্যার পরিচিতিঃ word, excel, PowerPoint, media player, torrent, printer, winRaR ইত্যাদি
- Drive partitioning and ফোল্ডার arrangement
- General ট্রাবলস্যুটিং
- ডট frame network, crack ফাইল placement
- Laptop ক্লিনিং and maintenance
- Data security and ভাইরাস solutions
- আন্ডারস্ট্যান্ডিং Various Properties
- Keyboard fluency এবং শর্টকাট
এবং সেই সাথে ইন্টারনেট সংক্রান্তঃ
- Browser পরিচিতি ও bookmarking
- Add-on, ক্যাশ memory, cookies and পাসওয়ার্ড management
- WiFi router understanding
- Email ভদ্রতা ও Shortcuts
- useful websites
- ভার্চুয়াল security & ম্যালওয়্যার safety
- Social মিডিয়া controlling
এর জন্য বিদ্যূৎ, ইন্টারনেট সুবিধা, ৪ জিবি RAM বিশিষ্ট কম্পিউটার থাকলে কোর্সটি করতে সুবিধা হবে।
যেকোন প্রয়োজনে ট্রেইনারকে পাওয়া যাবে ফেসবুকের মেসেনজার অপশনে। ফেসবুক লিংকঃ https://www.facebook.com/shahanuls/
আরও জানতে কল করুন এই নম্বরেঃ +88 01749166661
ট্রেইনার্স প্রোফাইলঃ http://www.shahanul.com/
তাহলে আর দেরি কেন? এখানে দেয়াঃ
বিকাশ - 01749166661 (Send Money)
- 01773054519 (Send Money)
নগদ - 01749166661 (Send Money)
যেকোন নম্বরে ১০০/= টাকা পাঠানোর পর মেসেজ হতে ট্রানজেকশন আইডি (Trx ID) নিয়ে রেজিস্ট্রেশন করুন জিমেইল ব্যবহার করে।
রেজিস্ট্রেশন করবার পর সেই জিমেইল দিয়ে ভিডিওটি নিচের লিংক-এ দেখতে পাবেন
Emilly Blunt
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore.