কোর্সের বিস্তারিত (Live Classes Plan)


  • উপরের চারটি Module অনুযায়ী আলাদা আলাদা করে স্লট সাজানো হয়েছে যার ভেতরে থাকবেঃ
  • দুই মাসের জন্য এক ঘন্টার ২৪ টি ক্লাস
  • এক মাসের জন্য এক ঘন্টার ১৪ ক্লাস
  • সাত দিনের জন্য ৬টি ক্লাস ২ ঘন্টা করে
  • সবগুলো মডিউলের জন্য থাকবে ২০টি মক টেস্ট।
  • আর যদি আলাদা মডিউলে এনরোল করা হয় তাহলে আলাদা আলাদা মডিউলের প্রত্যেকটির জন্য থাকবে ৫টি ১ ঘন্টার ক্লাস এবং ১০টি মক টেস্ট
  • ক্যামব্রিজের সংক্রান্ত সবগুলো বই এর অনলাইন কপি যা দেখে দেখে খাতাতে পরীক্ষা দেওয়া যাবে,
  • PDF ডাউনলোড লিংক এবং
  • অনলাইনে ফ্রি পরীক্ষা দেওয়ার লিংক
  • নিচে দেয়া হলো যা নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা ও দ্রূত প্রশ্ন বোঝার পদ্ধতি


  • এগুলি সাজিয়ে দিয়েছি যেন বেশি বেশি Mock Test দিয়ে আপনারা নিজেদেরকে তৈরি করতে পারেন। আমাদের IELTS যাত্রা কে আমি তিনটি ভাগে ভাগ করেছি যার যেটা পছন্দ হবে নিজেদের অবস্থান অনুযায়ী সেটা বেছে নেবেন।

    প্রয়োজন মনে হলে বন্ধু ও জুনিয়রদের কাছেও শেয়ার করবার অনুরোধ রইলো।
    যেকোন প্রয়োজনেঃ
    Call: +88 01749166661
    Email: shahanul65@gmail.com

    কোর্সটি করতে এখনই রেজিস্ট্রেশন করুন। যেকোন প্রয়োজনে ট্রেইনারকে পাওয়া যাবে ফেসবুকের মেসেনজার অপশনে। এখানে ফেসবুক লিংক।
    রেজিস্ট্রেশন করবার নিয়ম
    পেমেন্টে করবার পর পাওয়া বিকাশ/নগদ মেসেজ হতে TrxID নিয়ে রেজিস্ট্রেশন ফর্ম Gmail ব্যবহার করে পূরণ করতে হবে। যারা কোর্স করবেন, তাদের ইচ্ছায় গোপনীয়তা বজায় রাখা হবে এবং আপনার নাম তৃতীয় পক্ষ জানবে না।

    পেমেন্ট মেথড রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন এখানে

    কোর্সটি কেমন লেগেছে

    আপনার মতামত দিন
    মান
    মান-সম্মত
    বিষয়বস্তু
    প্রাসঙ্গিক
    উপস্থাপন
    বোধগম্য
    Your Feedback
    রাব্বী ইসলাম

    এত বিস্তারিত আলোচনা আমি আগে কোনো ক্লাসে পাইনি। আমার ভালো লেগেছে ছোট ছোট বিষয়গুলো এত্ত ভেঙ্গে ভেঙ্গে বুঝানোর জন্য।

    সাদিয়া সুলতানা

    এই ক্লাস লেকচারের প্রতিটি বিষয় ই আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। স্যার যেভাবে একদম বেসিক থেকে প্রতিটা বিষয়ের খুঁটিনাটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং বুঝিয়েছেন সেটা খুব ভালো লেগেছে। তাছাড়া বিভিন্ন বিষয়ের স্টুডেন্টের জন্য আলাদা ডাটা সেট তৈরী করে দেয়া হয়েছে যা কি না স্টুডেন্টের জন্য R সহজে বুঝার এবং Practice করতে সুবিধা হবে।

    আলমগীর

    প্রোগ্রামিঙের মতো কঠিন জিনিস সহজ করে বুঝানোর ধরনটা ভালো লেগেছে। এতে খুব সহজে আমরা অনেক কিছু মনে রাখতে পারবো বলে আশা রাখি।